ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

প্রতিবন্ধীদের কল্যাণে ‘মুক্তা পানি’ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৮, ২০ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

পানির অপর নাম জীবন। আর সুস্থভাবে বেঁচে থাকতে হলে মানুষের প্রয়োজন নিরাপদ বিশুদ্ধ পানি।  আমাদের ব্যস্ত জীবনে, বিশেষ করে শহুরে জীবনে আমরা বোতলজাত পানি বা জার পানির ওপর অনেকাংশে নির্ভরশীল। আর এ ক্ষেত্রে আমাদের এমন পানির উপর নির্ভর করার সুযোগ রয়েছে যা স্বচ্চ ও প্রতিবন্ধীবান্ধব। আর সেটি হলো মুক্তা পানি। দেশের প্রতিবন্ধীদের দ্বারা তৈরী পানি হলো মুক্তা।

গাজীপুরে সমাজকল্যান মন্ত্রনালয়ের অধীনে এই পানি তৈরীর কারখানাটি পরিচালিত হয়। এখানে যারা কর্মরত রয়েছেন তারা সবাই প্রতিবন্ধী। এরপর এখান থেকে যে লাভ হয় তার পুরো অংশ প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় করা হয়। এবার সরকারি সব প্রতিষ্ঠানে মিনারেল জাতীয় পানি ‘মুক্তা ন্যাচারাল ড্রিংকিং ওয়াটার’ব্যবহারে অগ্রাধিকার দেয়ার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। সোমবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। 

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (প্রশাসন) সহকারী সচিব মো. সামীম আহসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিবন্ধীদের পরিচালিত শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প, সমাজকল্যাণ মন্ত্রণালয় পরিবেশিত ও বোতলজাতকরা মুক্তা পানি পরিবেশন ও ব্যবহারে অগ্রাধিকার দেয়ার জন্য অনুরোধ করা হল।

জানা যায়, মুক্তা পানিতে শ্যাওলা বা ময়লা পাওয়ার সম্ভাবনা কম। কারখানাটি অনেক স্বচ্ছভাবে পরিচালিত হয়। এখানে পানি মাটির নিচ থেকে তোলা হয়। বিশুদ্ধ করা হয় এবং বোতলজাত করা হয়।  অনগ্রসর জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের জন্যই এই কার্যক্রম পারিচালিত হয়। 

এর আগে বিশ্ব অটিজম সচেতনতা দিবসে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রতিবন্ধীদের তৈরি ‘মুক্তা পানি’ সবাইকে কিনতে বলেছেন। 

ওই অনুষ্ঠানে অটিস্টিকদের মধ্যে সুপ্ত প্রতিভা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নিজেদের প্রতিভা দিয়ে এরা অনেক কিছু তৈরি করতে পারে। এ সময় ‘মুক্তা পানি’ মিনারেল ওয়াটারের বোতল হাতে নিয়ে সবাইকে দেখিয়ে বলেন, এটি কিন্তু আমাদের প্রতিবন্ধীরাই তৈরি করছে। এ সময় এই পানি কেনার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

এনএম/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি